চলমান করোনা সংক্রমণে প্রতিনিয়তই এই ভাইরাসে ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার (২১ জুলাই) একদিনেই শনাক্ত হয়েছেন ৩৭ হাজারেরও বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১১ লাখ। সেইসাথে মারা গেছেন ২৮ হাজারের বেশি।
ভারত বায়োটেক ও আইসিএমআরের যৌথভাবে তৈরি করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক ব্যবহার গত সপ্তাহে শুরু হয়েছে। নতুন করে দেশটির মানুষের কাছে আরো খুশির খবর জানাচ্ছে ভারতের গণমাধ্যম। তাদের দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি করোনা ভাইরাসের টিকা ভারতেও মানব শরীরে পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।
এমতাবস্থায় সপ্তাহে দুদিন পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।