ভাসমান হাসপাতালে চরাঞ্চলের মানুষদের চিকিৎসা


বগুড়া, Bogura (old name Bogra) District #paperslife


যমুনার বুকে ভাসমান হাসপাতাল খ্যাত জল জাহাজটি তিন মাস আগে সারিয়াকান্দির বোহাইল চরে নোঙর করে চিকিৎসাসেবা দিয়ে আসছে। শুধু চরাঞ্চলের মানুষই নয়। বিভিন্ন স্থান থেকে সব শ্রেণির মানুষরা চিকিৎসা নেওয়ার জন্য নৌকাযোগে এ হাসপাতালে আসছেন।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

বন্যায় বিশেষ সেবার পাশাপাশি শুস্ক মৌসুমেও বগুড়ার চরাঞ্চলে অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল।

হাসপাতালে চোখ অপারেশন, লেন্স স্থাপন, দন্ত, অর্থোপেডিক অপারেশন, গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা, শিশু চিকিৎসা, পরিবার পরিকল্পনা ও স্থায়ী বন্ধ্যাকরণ, ঠোঁট কাটা অপারেশন, স্ত্রীরোগের চিকিৎসা, ফিজিওথেরাপি, নাক, কান, গলার চিকিৎসা দেওয়া হয়। ডিজিটাল এক্স-রে, ইসিজিসহ সবধরনের প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপ ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছেন। তবে আর্থিক সহায়তা দিচ্ছে ইউনিলিভার।

লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবুল বাসার বলেন, ফ্রেন্ডশিপ একটি অর্গানাইজেশন ও অলাভজনক প্রতিষ্ঠান। আমারা এক জায়গায় তিন চার মাসের বেশি থাকি না। চর এলাকার দুস্থ, দারিদ্র, গরিব ও অসহায়দের স্বাস্থ্যসেবা দেওয়া মূলত আমাদের কাজ। প্রতিদিন কমপক্ষে ১৫০ জনের অধিক মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। এদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি।

লাইফবয় ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার (স্বাস্থ্য) ডা. সাইফুল আজিম জানান, চরের মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। চরাঞ্চলে কোনো ওষুধের দোকান পর্যন্ত নেই। তাই চরবাসীর চিকিৎসাসেবার মূল লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম পরিচালিত। ফ্রেন্ডশিপ হাসপাতাল চরাঞ্চলের মানুষকে হাতের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে।