ভুয়া বিজ্ঞাপন, লিঙ্গবর্ধক ক্লিনিকের বিরুদ্ধে ফিফটি সেন্টর মামলা


ভুয়া বিজ্ঞাপন, লিঙ্গবর্ধক ক্লিনিকের বিরুদ্ধে ফিফটি সেন্টর মামলা


লিঙ্গবর্ধক ক্লিনিকের বিরুদ্ধে মামলা করেছেন জনপ্রিয় র‌্যাপ তারকা  ফিফটি সেন্ট

মিয়ামিতে অ্যাঞ্জেলার প্ল্যাস্টিক সার্জারি কেন্দ্র এবং মেড স্পা-র বিজ্ঞাপনে প্ল্যাস্টিক সার্জন অ্যাঞ্জেলা কোগানের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে র‌্যাপ তারকা ফিফটি সেন্ট।

ইঙ্গিত দেয়া হয়েছে, লিঙ্গবর্ধক ক্লিনিকে সফল অস্ত্রোপচার দ্বারা র‍্যাপ তারকার আত্মবিশ্বাস বেড়েছে।

বিজ্ঞাপনের ছবি ভাইরাল হতেই কেলেঙ্কারি! ছবিতে এমন কিছু ছিল, যাতে সবাই ভাবছেন, তিনি অস্ত্রোপচার করে পুরুষাঙ্গের দৈর্ঘ্য বাড়িয়েছেন।

র‍্যাপ তারকার দাবি, ওই বিশেষ ছবিটি ২০২০ সালে তোলা। অনুমতি না নিয়ে বিভ্রান্তিকর তথ্য সরবরাহের কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারকা।

আরও পড়ুনঃ সবচেয়ে খারাপ দিন সোমবার!

অ্যাঞ্জেলা ও তার ক্লিনিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। তবে ঠিক কত টাকার মামলা করেছেন, তা জানা যায়নি।

এদিকে চিকিৎসক আদালতে আপিল করেছেন, যাতে মামলাটি তুলে নেয়া হয়। তবে এখনও সুর নরম করেননি ফিফটি সেন্ট।

অ্যাঞ্জেলার আইনজীবী জানান, বিষয়টি এমন কিছুই নয়। ছবি দেখে জল্পনা ছড়িয়েছে। কোনও এক পরিস্থিতিতে তারকা-ভক্ত পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। ব্যবসায়িক কারণে আর্থিক লেনদেনও হয়েছিল।

প্রসঙ্গত, ফিফটি সেন্ট-এর তার আসল নাম কার্টিস জেমস জ্যাকসন। একাধারে তিনি আমেরিকার জনপ্রিয় র‍্যাপ সঙ্গীতশিল্পী, অভিনেতা এবং ব্যবসায়ী। তবে তাকে ‘ফিফটি সেন্ট’ নামেই চেনে গোটা বিশ্ব।