মঙ্গলের উদ্দেশ্যে রওনা চীনা মহাকাশ যান


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


এই প্রথমবার একক দেশ হিসেবে মঙ্গলগ্রহে পাড়ি দিল চীন। বৃহস্পতিবার মঙ্গলের উদ্দেশ্যে রওনা হল চীনের মহাকাশ যান। হাইনান প্রদেশের ওয়েনচাং থেকে রওনা হল সেই মহাকাশযান।

এদিন চীনের স্পেস সেন্টার থেকে মঙ্গলগ্রহের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে Long March 5 Y-4 রকেট। আগামী বছরেরে ফেব্রুয়ারিতে এটি মঙ্গলগ্রহে পা রাখবে বলে জানা গেছে। ৯০ দিন ধরে মঙ্গলগ্রহের চারপাশে ঘুরে তথ্য সংগ্রহ করবে এটি।

লাইভস্ট্রিমিংয়ে দেখানো হয়েছে সেই মহাকাশযান। এদিন সফলভাবের মঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছে সেটি।