করোনার কারণে সারা ভারত জুড়ে শুরু হয়েছে লকডাউন। এরই মধ্যে সিং এবং মল্লিক পরিবারে এল খুশির খবর। ৫ মে ভোর সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই খবর জানিয়েছেন কোয়েলের মা। চিকিত্সকরা জানিয়েছেন মা ও সন্তান দু’জনের সুস্থ আছে।
ফেব্রুয়ারি মাসের শুরুতেই কোয়েল মল্লিক নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। স্বামী নিশপাল সিং রানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে তৈরি পোস্টকার্ডের মাধ্যমেই জানালেন অন্তঃসত্ত্বা তিনি। ২০১৩ সালে পঞ্জাবি এবং বাঙালি মতে নিশপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল মল্লিক।
‘আমার মধ্যে এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।’
এই সময়