মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ


মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ


আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক জেলা ও দায়রা জজ মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭নং আইন) এর ধারা ৭ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর বিধি ১২ এর উপ-বিধি (৬) অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনার এর ঘোষণা মোতাবেক মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন :

একুশে পদক ২০২৩ পাচ্ছেন ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল আজ সোমবার দুপুরে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে মো. সাহাবুদ্দিনকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেন। এদিনই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তখন জানান তিনি।