ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় চাপিয়েছে ১৩ বার। তাই রিয়াল মাদ্রিদকে এখন পর্যন্ত ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ক্লাব বলে মনে ধরা হয়।
গত শতাব্দীর সেরা ক্লাবের আনুষ্ঠানিক স্বীকৃতিও রয়েছে লস ব্লাঙ্কোসদের ট্রফি কেবিনেটে।চলতি শতকেও ইতিহাসের প্রথম দল হিসেবে তারা জিতেছে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
চাঁদেরও যেমন কলঙ্ক থাকে, ইউরোপের সেরা ক্লাবটিরও তেমন আক্ষেপের জায়গা রয়েছে। তার মধ্যে অন্যতম বেশ কয়েকটি ক্লাবের বিপক্ষে কখনও জিততে না পারা।
যে দলগুলোর বিপক্ষে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ :
- ইপসউইচ টাউন – দুইবার মুখোমুখি হয়ে একটি করে ড্র ও হার
- চেলসি – তিনবার মুখোমুখি হয়ে একটি ড্র ও দুইটি পরাজয়
- আর্সেনাল – দুইবার মুখোমুখি হয়ে একটি করে ড্র ও হার
- বোকা জুনিয়র্স – একবার মুখোমুখি হয়ে পরাজিত
- তলেড়ো -একবার মুখোমুখি হয়ে পরাজিত
- করিন্থিয়াস – একবার মুখোমুখি হয়ে ড্র
- নেকাসা – একবার মুখোমুখি হয়ে ড্র
- অ্যাবার্ডিন – একবার মুখোমুখি হয়ে পরাজিত