যুক্তরাজ্যে শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন একটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল।
৩০০ জনের শরীরে করোনার এই নতুন ভ্যাকসিনের ট্রায়াল হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অধ্যাপক রবিন শ্যাটক এবং তার সহকারিরা মিলে যে ভ্যাকসিনের গবেষণা করেছেন, তার ট্রায়াল হিসেবে ৩০০ জন স্বেচ্ছসেবক ইতোমধ্যেই বেছে নেওয়া হয়েছে৷
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এর আগেই মানবদেহে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেন৷ পুরো বিশ্বে প্রায় ১২০টি কোভিড ভ্যাকসিন প্রোগ্রাম চালু রয়েছে ৷ সাফল্য দ্রুত পাওয়া যাবে বলেই আশাবাদী গবেষকরা৷
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর সারা বিশ্বে তাণ্ডব চালানো এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ২৭ হাজার ৭৬৫ জন। মারা গেছেন ৪ লাখ ৮৪ হাজার ৯৭২ জন।