রাতে বন্ধ সব ব্যাংকের এটিএম বুথ সার্ভিস


রাতে বন্ধ সব ব্যাংকের এটিএম বুথ সার্ভিস


ইবার হামলার আশঙ্কায় রাতে দেশের সব ব্যাংকের এটিএম বুথ সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত। হঠাৎ করে এমন সিদ্ধান্তে ভোগান্তি পড়েছেন গ্রাহকরা।

জানা গেছে, কোন কোন ব্যাংক রাত দশটা আবার কোন ব্যাংক রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত তাদের এটিএম সেবা বন্ধ রেখেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকবে বলেও ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

অনেক ব্যাংকের বুথের সামনে ঝুলছে নির্দেশনা সম্বলিত নোটিশ। আবার কিছু ব্যাংকের স্ক্রিনে রয়েছে বন্ধ থাকার বার্তা। বুথের নৈশপ্রহরীরা জানান, নিরাপত্তাজনিত কারণে বুথ বন্ধ রাখার কথা বলা হয়েছে।

এর আগে সাইবার হামলার আশঙ্কায় দেশের ব্যাংকগুলোতে সতর্কতা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায়- উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ সাইবার হামলা করতে পারে বলে উল্লেখ করা হয়েছে । এর ফলে অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করে অনেক ব্যাংক।