রাত থেকেই পদ্মা সেতু অভিমুখে মানুষের ঢল


রাত থেকেই পদ্মা সেতু অভিমুখে মানুষের ঢল


আজ দুপুর ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে হবে সমাবেশ। এই সমাবেশ উপলক্ষে কাল রাত থেকেই সমাবেশস্থলে নেমেছে মানুষের ঢল। দেশের নানা প্রান্ত থেকে দলে দলে মানুষ এসে যোগ দিচ্ছেন সমাবেশস্থলে।

আজ ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করতে যাচ্ছেন। সমাবেশে ভাষণ শেষে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। অমনি খুলে যাবে পদ্মা সেতুর দুয়ার।

পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই লঞ্চ ও ট্রলারে করে রওনা হয়েছেন পদ্মা সেতু অভিমুখে। এই বাহনগুলো সেজেছে জাতীয় পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে। অনেকে গভীর রাতে ও ভোররাতে পৌঁছেছেন জাজিরার নাওডোবায়। আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাঁদের আপ্যায়নের জন্য বিরিয়ানি ও খিচুড়ি বিতরণ করেছেন।

আরও পড়ুন: বসলো পদ্মা সেতুর ২৯তম স্প্যান, দৃশ্যমান ৪,৩৫০ মিটার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ জুনের সংবাদ সম্মেলনে জানান, পদ্মা সেতুর প্রকল্প ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। ২১ জুন পর্যন্ত ব্যয় হয়েছে ২৭ হাজার ৭৩২ কোটি ৮ লাখ টাকা।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু। মাওয়া থেকে জাজিরা। পদ্মা সেতু সড়ক, রেল, গ্যাস, বিদ্যুতের সংযোগ ঘটাবে উত্তরের সঙ্গে দক্ষিণের। নির্মাণের বিশাল কর্মযজ্ঞের সঙ্গে আছে সংযোগ সড়ক, রেল সংযোগ, নদীশাসন, পুনর্বাসন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা—নানা প্রকল্প ও কর্মকাণ্ড।