‘অনেক বছর আগে আমি এই জার্সি পরতাম। আমি এখানে আবারও জিততে এসেছি।’ এভাবেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ নিজের আবেগ নিংড়ে দিচ্ছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
২০০৪ সালে রেড ডেভিলদের হয়ে প্রথম মাঠে নামেন রোনালদো। এরপর ২০০৯ সালে পারি জমান স্পেনের খ্যাতিমান ক্লাব রিয়াল মাদ্রিদে। সেখান থেকে ইতালির জুভেন্টাস, এরপর আবার ফিরে এসেছেন পুরনো ঠিকানায়।
ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে আজ মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে হতে যাওয়া এ ম্যাচ দিয়েই ম্যান ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে অভিষেক হবে সিআরসেভেন-এর।
রোনালদোর অভিষেকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ম্যান ইউনাইটেডের কোচ ওলে গুনার সুলশার। তবে পর্তুগাল অধিনায়ক শুরুর একাদশে থাকছেন কিনা, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি সুলশার।
মাঠে নামার আগে শুক্রবার রোনালদো ঘুরে যান প্রিয় স্টেডিয়াম। ক্লাবের ওয়েবসাইটে বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এখানে ছুটি কাটাতে আসিনি। আগের সময়টা ভালো ছিল, গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছিলাম। ‘
রোনালদো যে আবার জিততে চাইবেন তা অনুমিতই। জয়ের ক্ষুধায়, নিজেকে প্রমাণ করার তাড়নায় আজ নিজেকে এতদূর নিয়ে এসেছেন নিজেকে। তাই আবারও নতুন চ্যালেঞ্জে নিজেকে মেলে ধরবেন এমন আশা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোনালদোর ভক্ত সমর্থকদের মনে।