শাহজাহান খানের মেয়ের দুই রকম করোনা সার্টিফিকেট!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ের দুই রকম করোনা সার্টিফিকেটের কারণে বিমানে উঠতে দেয়নি ইমিগ্রেশন।

বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের করোনা সার্টিফিকেট (নেগেটিভ) বাধ্যতামূলক করা হয়েছে। তবে, দুই রকমের সার্টিফিকেট হওয়ায় বিড়ম্বনায় পড়তে হয়েছে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খানকে। দুই ধরনের সার্টিফিকেট হওয়ায় তাকে বিমানে উঠতে দেয়নি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। রবিবার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

রবিবার শাহজাহান খানের মেয়ে ঐশী খান লন্ডনে যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনে করোনা রিপোর্ট দেখায়। ঐশী খানের হাতে থাকা রিপোর্ট নেগেটিভ ছিলো। পরে, বিমানবন্দর কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ওই রিপোর্ট যাচাই করে পজেটিভ পায়। এরপর তাকে আর লন্ডনগামী বিমানে উঠতে দেয়া হয়নি।

পরে, শাহজাহান খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এটা কর্তৃপক্ষের ভুল। এখানে আমাদের কোনো দায় নেই। দুই জায়গা থেকে দুই রকম রিপোর্ট দেয়া হয়েছে।