শাহবাজ হোসেন প্রান্ত’র কবিতা- “প্রণয়”


শাহবাজ হোসেন প্রান্ত'র কবিতা- "প্রণয়"


তুমি ঠিক ফুলের মত নান্দনিক

কিছুটা ক্যালকুলাসের মত জটিল,

যে আঁধার আলোর অধিক,

ঠিক ততটাই বিস্তৃত তুমি।

তোমাকে ঠিক ততটাই ছুঁই

যতটা অপারগতায় ছুঁয়েছো আমায়।

তুমি ঠিক ততটাই আমাতে জুড়ে

যতটা আমার ঘুমহীন রাতের চিন্তার খোরাক।

তুমি আমার ঠিক ততটাই বিষাদ ,

যতটা কোন মিছিলের ঝাঁঝালো স্লোগান।

নিস্তব্ধ সন্ধ্যার ঘরে ফেরা পাখিদের মত

ঘুচে যাক আমাদের অপার দূরত্ব।

তুমি ঠিক ততটাই আমার আষাঢ় শ্রাবণ ,

যতটা বসন্তে আমি শিশির হারায়।

এ প্রণয়ের বীণা তখনই বাজুক, যখন

আমার দূর্গম মনে তোমার ত্রাণের নৌকা ভিড়বে।

তুমি কলামিস্টের কলামের শিরোনাম হলে,

সেই কলামের কলম আমার হাতেই উঠুক।

ঠিক ততটাই রাগিনীতে এ প্রণয়ের গান বাধবো,

যতটা সুরে তোমার চুলে “কেশ-কামিনী” ফুটবে।

পুনশ্চ এ প্রণয়, গল্প-গানে শিউলি হয়ে ঝরুক,

প্রথম ভোরে প্রণয় হয়ে আমার হাতেই উঠুক।

ঝরে পড়া শিউলি সুতোয় গেঁথে পড়িয়ে দেবো,

মৃত্যু অব্দি তোমার আলিঙ্গনের প্রণয় হব।