গ্যাস উত্তোলন বাড়াতে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে আরো দুটি গ্যাসক্ষেত্র ইজারা দিতে আলোচনা শুরু করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা।
নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, রশিদপুর গ্যাসক্ষেত্র এবং অনশোর ব্লক ১১-এর জন্য তারা শেভরনের কথা ভাবছেন।
ওই কর্মকর্তা বলেন, “রশিদপুরের ব্যাপারে শেভরনকে বলা হয়েছে, আপনারা একটা কমপ্লিট প্রস্তাব দেন। আর ১১ নম্বরের ক্ষেত্রে আমরা বলেছি, আপনারা প্রস্তুতি নেন।”
শেভরন এর আগে রশিদপুর, ছাতক ও ১১ নম্বর ব্লকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু ছাতক গ্যাসক্ষেত্র নিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে আন্তর্জাতিক আদালতে বিবাদের বিষয়টি মাথায় রেখে পেট্রোবাংলা আপাতত ওই গ্যাসক্ষেত্র অন্য কাউকে ইজারা দিতে আগ্রহী নয় বলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন: ভারতে আবারও বাড়ল সিলিন্ডার গ্যাসের দাম
তিনি বলেন, “১১ নম্বরের ক্ষেত্রে আমরা (শেভরনকে) বলেছি, আপনারা প্রস্তুতি নেন। জাপানের মইকোকে বলা হয়েছে, নভেম্বরের মধ্যে তাদের বিষয়গুলো চূড়ান্ত করতে। রশিদপুরের ব্যাপারে (শেভরনকে) বলা হয়েছে, আপনারা একটা কমপ্লিট প্রস্তাব দেন। জাস্ট সিম্পল একটা ইন্টারেস্ট আপনারা শো করেছেন, ঠিক আছে। কিন্তু এটা খুবই প্রাথমিক বিষয়।”
ওই কর্মকর্তা বলেন, তারা শেভরনকে দুইবার করে চিঠি দিয়েছেন, পেট্রোবাংলার সঙ্গে বৈঠকও হয়েছে। তবে শেভরন এখনও কোনো পূর্ণাঙ্গ প্রস্তাব দেয়নি।
উল্লেখ্য, ১৯৬০ সালে আবিস্কৃত রশিদপুর বাংলাদেশের অন্যতম বড় গ্যাসক্ষেত্রগুলোর একটি। আর অনশোর (ভূমি) ব্লক ১১-তে এখনো অনুসন্ধান চলছে।