বিশ্বজুড়ে চলমান করোনা পরিস্থিতিতে এই ভাইরাস মোকাবেলায় আফ্রিকার দেশ মাদাগাস্কার জানিয়েছে যে এক ধরণের ভেষজ ওষুধ তারা বানিয়েছে যা করোনা প্রতিরোধ করতে সক্ষম।
মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোলিনা গত এপ্রিলে এক সংবাদ সম্মেলনে জানান, এই পানীয় পান করলে করোনাভাইরাস থেকে মুক্তি মিলবে। ইতোধ্যেই দু’জন এই এ থেকে সাফল্য পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
তবে মাদাগাস্কারের তৈরি এই পানীয় করোনা প্রতিরোধে সক্ষম তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সেইসাথে সতর্কতা জারি করেছে এই মর্মে যে এই পানি পান করা থেকে সকলকে বিরত থাকা উচিত।
এছাড়াও, কার্যকারিতা পরীক্ষা না করেই কোনও বস্তু বা তথাকথিত ওষুধ গ্রহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে হু।
কিন্তু এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না মেনেই আফ্রিকার কয়েকটি দেশ এই পানীয় ব্যবহার করতে শুরু করেছে। এছাড়াও আফ্রিকার অন্যান্য দেশগুলোতে মাদাগাস্কার এই পানীয় পাঠিয়েছে বলে জানা গেছে।
মাদাগাস্কারের মালাগাসি ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড রিসার্চে ব্যাপক হারে ‘কোভিড-অর্গানিকস’ নামের এই পানীয় উৎপাদন শুরু হয়। এতে মূলত আর্টেমিশিয়াসহ বেশ কিছু ভেষজ গাছের নির্যাস ব্যবহার করা হচ্ছে। আর্টিমিশিয়া এর আগে ম্যালেরিয়ার চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়েছে।
মাদাগাস্কার সরকার জানিয়েছে, দেশে তারা পানীয়টির দাম রাখছে ৪০ মার্কিন সেন্ট। শুধু নিজেরাই নয়, আফ্রিকার প্রতিবেশী দেশগুলোকেও তারা এই পানীয় সরবরাহ করবে।
ইতোমধ্যেই অন্তত ১৪টি আফ্রিকান দেশকে এই কোভিড-অর্গানিকস দেয়া শুরু হয়েছে। গিনি-বিসাউ অন্তত ১৬ হাজার বোতল পানীয় পেয়েছে। গত শুক্রবার তানজানিয়ায় পৌঁছেছে এই ভেষজ পানীয়।
এ বিষয়ে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে যথাযথ পরীক্ষার পরেই মাদাগাস্কারের তৈরি এই পানীয় পান করা প্রয়োজন।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া