সাংবাদিক হত্যার ৮৬% ঘটনায় অভিযুক্তরা রেহাই পান: ইউনেসকো


সাংবাদিক হত্যার ৮৬% ঘটনায় অভিযুক্তরা রেহাই পান: ইউনেসকো


জাতিসংঘের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো বলছে, বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার ঘটনাগুলোর বেশির ভাগের বিচার হয় না। সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা রেহাই পেয়ে যান।

বুধবার ছিলো সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ থেকে রেহাই প্রতিরোধ করা–সংক্রান্ত আন্তর্জাতিক দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে ইউনেসকো।

এ বিষয়ে ইউনেসকোর মহাপরিচালক আদ্রেঁ আজুলে এক বিবৃতিতে বলেন, বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার ঘটনাগুলোর বিচার করা না গেলে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে না। সেই সঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে এই বিচারহীনতা নেতিবাচক প্রভাব ফেলছে। সাংবাদিক হত্যায় গত এক দশকে বিশ্বজুড়ে বিচার না পাওয়ার ঘটনা ৯ শতাংশ কমে এসেছে। তবে এটা এ ধরনের ভয়াবহতা কমিয়ে আনার ক্ষেত্রে পর্যাপ্ত নয়।

আরও পড়ুনঃ বিসিএস কর্মকর্তাদের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করার আহবান জানালেন প্রধানমন্ত্রী

ইউনেসকো জানিয়েছে, বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার অভিযোগ থেকে রেহাই পাওয়ার হার বেশ উচ্চ ও উদ্বেগজনক। এই হার কমিয়ে আনতে অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত, দোষী ব্যক্তিদের শনাক্ত করা এবং তাঁদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ ও ২০২১ সালে বিশ্বে ১১৭ জন সাংবাদিক কর্মরত অবস্থায় হত্যার শিকার হয়েছেন। একই সময়ে বিশ্বে আরও ৯১ সাংবাদিক কর্মরত না থাকা অবস্থায় হত্যার শিকার হয়েছেন। এমনকি এদের অনেককে পরিবারের সদস্যদের সামনে বিশেষত সন্তানের সামনে খুন করা হয়েছে।