দেশে করোনা প্রকোপের মধ্যেই শপিংমল খুলে দেয়ার আজ দ্বিতীয় দিন। শহরের অধিকাংশ সড়ক এখন রিক্সা, ভ্যান ও ইজিবাইকের দখলে। শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানসহ সড়কগুলোতে দেখা গেছে সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড়। মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব।
এতে সাতক্ষীরার সচেতন মহলের মধ্যে এক ধরনের উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। যদিও, জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য ইতিমধ্যে ৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে।
সাধারণ মানুষ সামাজিক দূরত্ব না মেনে শহরের চলাচল করছেন এবং কেনা কাটা করছেন। এর ফলে করোনাভাইরাস আরও বেশী সংক্রমিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সচেতন মহলের মধ্যে এক ধরনের উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে।
সরকার অর্থনীতির চাকা চালু করার জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলেও সাধারণ মানুষ কিন্তু সামাজিক দূরত্ব মানছেন না। মানুষ যদি সামাজিক দূরত্ব এবং সরকারের স্বাস্থ্য বিধি মেনে শহরের চলাচল করতেন তাহলে করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকতো না বলে মনে করেন সচেতন মহল।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, শপিংমলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, ক্রেতা বিক্রেতা উভয়ের মাস্ক পরা, হ্যান্ডগ্লাভস ব্যবহার করা, চার ফুট দূরত্বে ক্রেতাদের অবস্থান নিশ্চিত করা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়াসহ ৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে।