মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখের অধিক।
করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে বুধবার সকাল সাড়ে দশটা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৩৭৬ জন। এতে মারা গেছেন ৭ লাখ ৪ হাজার ৩৬৫ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ্য হয়ে উঠেছেন ১ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৮০২ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৬৮ হাজার ৮২৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৭৭১ জন মানুষের। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৯৭৯ জন।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২৮ লাখ ১ হাজার ৯২১ জন মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৯৫ হাজার ৮১৯ জন। অপরদিকে সুস্থ্য হয়ে উঠেছেন ২১ লাখ ৪২ হাজার ৪৬৭ জন।
এদিকে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। বুধবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৫ জন। মৃত্যুর সংখ্যা কিছুটা কম ভারতে। মৃত্যুর দিক দিয়ে ভারত পঞ্চম স্থানে। সেখানে করোনায় মারা গেছেন ৩৮ হাজার ৯৩৮ জন।