সালমান শাহ পৃথিবী ছেড়ে গেছেন এই দিনে


সালমান শাহ পৃথিবী ছেড়ে গেছেন এই দিনে


সালমান শাহ, জনপ্রিয়তা আজও ঢালিউডের কোনো নায়ক তাকে অতিক্রম করতে পারেননি। চলে গেছেন সেটাও প্রায় ২৪ বছর আগের কথা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢালিউডে শূন্যতা তৈরি করে বিদায় নেন জনপ্রিয় এই নায়ক।

ভক্তদের হৃদয়ে যেন সালমান শাহ বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন তার কর্মের গুণে।

আরও পড়ুন : জাহাজ ভাড়া চলছে মিশন ইম্পসিবল ৭-এর শুটিং পসিবল করার কাজ

তার অভিনীত সিনেমা ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘প্রেমযুদ্ধ’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’ ছিলো ব্যবসাসফলও।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। আর মাত্র ২৫ বছরে জীবনকালে ঢালিউডে গড়েছেন জনপ্রিয়তার ইতিহাস।