সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ধানক্ষেতে বজ্রপাতে সাত কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় জন।
এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পঞ্চকষি ইউনিয়নের মাটিকোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, একদল কৃষি শ্রমিক মাঠে কাজ করার সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুই জন। আরও ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।