করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্যকর্মী। এমন অবস্থায় তার মানসিক শক্তি বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে এলাকার মানুষজন।
সেখানকার বাসিন্দারা শাঁখ, উলুধ্বনি দিয়ে স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।
ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জের বীরনগরের ২৫ ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। এলাকার মানুষ এ ধরনের ভূমিকায় অভিভূত পৌরসভা কাউন্সিলর অসীম অধিকারি।
রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী।
সেবা দিতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন। তার মনোবল যেন ভেঙে না পড়ে সেজন্য এলাকার মানুষজন তার পাশে দাঁড়ান। তাকে রায়গঞ্জ করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা বাড়িতে বাড়িতে শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে উৎসাহ দেন।
কাউন্সিলর অসীম অধিকারি জানান, ওই স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে এলাকার মানুষ দৃষ্টান্ত স্থাপন করেছে। কভিড-১৯ পজিটিভ ওই স্বাস্থ্যকর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরে আবার যেন মানুষের সেবা দিতে পারেন, সেজন্য এলাকার মানুষ শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে তাকে উৎসাহিত করলেন।