সেহরি ও ইফতার কোন জেলায় কখন


সেহরি ও ইফতার কোন জেলায় কখন


পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতার-এর সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ১৪ এপ্রিল (বুধবার) থেকে মাসব্যাপী শুরু হচ্ছে সিয়াম সাধনা।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।

পবিত্র মাসটিতে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যে কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহতায়ালা ৭০ গুণ বাড়িয়ে দেন।

করোনা পরিস্থিতি মোকাবিলায় পবিত্র রমজানে তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।

সেহরি ও ইফতার-এর সময়সূচি, ইসলামিক ফাউন্ডেশন:

সেহরি-ও-ইফতারের-সময়সূচি-২০২১ #paperslife

ঢাকার সেহ‌রির সময়ের সঙ্গে যোগ করতে হবে:

১ মিনিট : মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী ও ভোলা।
২ মিনিট : শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল।
৩ মিনিট : নওগাঁ, ঝালকাঠি, গোপালগঞ্জ।
৪ মিনিট : নাটোর, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, মাগুরা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, নড়াইল, বাগেরহাট।
৫ মিনিট : রাজশাহী, ঝিনাইদহ, যশোর, খুলনা।
৬ মিনিট : চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা।
৭ মিনিট : সাতক্ষীরা, মেহেরপুর।

ঢাকার সেহরির সময়ের সঙ্গে বিয়োগ করতে হবে:

১ মিনিট : নোয়াখালী, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নরসিংদী, গাইবান্ধা, কক্সবাজার।
২ মিনিট : চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী।
৩ মিনিট : ময়মনসিংহ, ব্রাহ্মলবাড়িয়া, কিশোরগঞ্জ।
৪ মিনিট : রাঙামাটি, বান্দরবান, নেত্রকোনা, হবিগঞ্জ।
৫ মিনিট : খাগড়াছড়ি।
৬ মিনিট : সুনামগঞ্জ, মৌলভীবাজার।
৭ মিনিট : সিলেট।

জেনে নিন : রমজান মাসের তাৎপর্য ও আমল

ঢাকার ইফতারের সময়ের সঙ্গে যোগ করতে হবে:

১ মিনিট : মাদারীপুর।
২ মিনিট : মানিকগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর।
৩ মিনিট : শেরপুর, খুলনা, টাঙ্গাইল, নড়াইল।
৪ মিনিট : সিরাজগঞ্জ, জামালপুর, মাগুরা।
৫ মিনিট : পাবনা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, রাজবাড়ী।
৬ মিনিট : চুয়াডাঙ্গা, গাইবান্ধা, কুষ্টিয়া, বগুড়া।
৭ মিনিট : নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম।

ঢাকার ইফতারের সময়ের সঙ্গে বিয়োগ করতে হবে:

১ মিনিট : শরীয়তপুর, নরসিংদী, বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ।
২ মিনিট : চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী।
৩ মিনিট : কুমিল্লা, মৌলভীবাজার, ভোলা, হবিগঞ্জ।
৪ মিনিট : ফেনী, সিলেট।
৭ মিনিট : খাগড়াছড়ি, চট্টগ্রাম।
৮ মিনিট : রাঙামাটি।
১০ মিনিট : বান্দরবান, কক্সবাজার।