আমার রাগহীন একটা বাবা ছিলো, বাবা নামক মানুষটাকে আমি কোনোদিন রাগ করতে দেখিনি।
ছোটবেলার সেই বটবৃক্ষ কেমন করে যে হারিয়ে গেলো বুঝতেই পারলাম না। যেদিন হারিয়ে গেলো সেদিনও বিশ্বাস হয়নি আসলে রাগহীন বাবাটা এভাবে চলে যাবে। এই রাগহীন বাবাটাকে সবাই উপলব্ধি করতে পারেনা। বটবৃক্ষটা হারিয়ে গেলে টের পাওয়া যায়। যত বড়ো ঘরের বাবা হোক না কেনো সন্তানের জন্য তারা সব করতে পারে।
আমার বাবাও তেমন ছিলেন। খুব মনে আছে, প্রত্যেক ঈদে সবসময়ই আমাদের পোশাক, জুতা যাবতীয় জিনিস আগে কেনা হতো সবশেষে বাবা নামক মানুষটার আর কিছু নেয়া হতো না। যখন বড়ো হলাম আসতে আসতে ব্যাপার গুলো উপলব্ধি করতে শুরু করলাম। প্রায় বাবার শার্ট জুতা দেখতাম আর নিজেরটা, আমার জুতা গুলো চকচক করতো কিন্তু বাবার জুতা গুলো।
আমরা সন্তানরা অনেক স্বার্থপর বৃদ্ধ হয়ে গেলে সেই বাবার জন্য নতুন পোশাক, জুতা কেনার টাকা আমাদের থাকে না। কিন্তু আমাদের শখ আহ্লাদ এর জন্য বাবা দের শখ গুলো হারিয়ে যাই।
যখন থেকে এই বিষয় উপলব্ধি হয়েছে বাবা নামক মানুষটার জুতা কেনার জন্য আলাদা টাকা জমিয়ে রাখতাম। আমার এখনো মনে আছে, যেদিন প্রথম বাবার জন্য নতুন জুতা নিয়ে গিয়েছিলাম বাবা শুধু বলেছিলো কি দরকার ছিলো। কিন্তু মুখে তৃপ্তির হাসি ছিলো আর সবাইকে সেই জুতা দেখাচ্ছিলো। কতো সহজ না এই মানুষ টাকে খুশি করা! অথচ আমরা কি করি তাদের অনেক কঠিন করে ফেলি। ব্যাপার গুলো বুঝতে হবে উপলব্ধি করতে হবে তাদের নিয়ে ভাবতে হবে। তারা তো এইটুকুই চাই একটু খেয়াল যেনো তার সন্তানরা তাদের প্রতি করে।
আমাদের চেষ্টা থাকা উচিত সবার বাবা না শুধু মা-বাবা দুইজনকেই কিভাবে ভালোবাসা যাই তাদের খেয়াল রাখা যাই, তাদের সাথে কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা যাই। আমার কাছে বাবা মা দুইজনের মুখের হাসি মানে পৃথিবীর স্বর্গ। চেষ্টা করি স্বর্গ যেনো সবসময়ই থাকে, যদিও বাবাকে হারিয়েছি তিন বছর যাবত। তবুও বাবাকে ভালোবাসুন।
ভালো খারাপ সব মিলিয়ে মানুষ, আমার বাবার রাগ নেই তারমানে এইনা যে কড়া বাবা নেই পৃথিবীতে তবুও ওই কড়া মানুষটাকে উপলব্ধি করুন, ওই কড়া বাবার ও কষ্ট হয়। আমার বাবা আমার সাথে তার কষ্ট গুলো শেয়ার করতো কিন্তু অনেক কড়া বাবা আছে যারা নিজের কষ্ট গুলো কখনো কাউকে বলেওনা দেখায়না ওই বাবাকে বুঝার চেষ্টা করুন। দেখবেন নিজের বাবা নামক মানুষটাকে নতুন করে অনুধাবন করবেন ওই মানুষটার প্রতি সম্মান দ্বিগুণ বেড়ে যাবে।
পরিশেষে এইটুকুই বলতে চাই নিজ নিজ জায়গা থেকে বাবা মা সবাইকে ভালোবাসুন। উপলব্ধি করুন বাবা নামক মানুষটার নীরব ভালোবাসাকে।
লেখিকা : ফয়জুন নেছা তিথি
ফার্মাসিস্ট, এম ফার্ম (ছাত্রী)
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)