হিল হোমস : স্বাস্থ্যসেবা এখন হাতের মুঠোয়


হিল হোমস : স্বাস্থ্যসেবা এখন হাতের মুঠোয়


রাজধানী ঢাকার উত্তরা চার নম্বর সেক্টর পার্কে ১২ আগস্ট রোজ শুক্রবার হয়ে গেলো হিল হোমসের হেলথ ক্যাম্পেইন। তাদের পার্টনার ল্যাব ছিল উত্তরার অনকোস-মলবায়োল যারা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর সিস্টার কনসার্ন।

উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন হিল হোমস এবং অনকোস মলবায়োল এর উর্ধ্বতন কর্মকর্তারা। হিল হোমস মূলত ই-হেলথ কেয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম যাদের মূল উদ্দেশ্য স্বাস্থ্যসেবাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে আরও সহজ ও সহজলভ্য করা।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব থেকেই তারা সেবা নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ডিজিটাল এনগেজমেন্টের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজ হয়ে গেল হিল হোমসের ফ্রি হেলথ ক্যাম্পেইন। যেখানে ভোর ৬.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত চলে কার্যক্রম।

সকল রেজিস্ট্রার্ড সদস্যদের জন্য FBS (Fasting blood sugar) এবং RBS (Random blood sugar) টেস্টের ফ্রি সেবা দিয়ে যাচ্ছিলো, সেইসাথে পেশেন্ট রেজিস্ট্রেশন ছিলো বিনামূল্যে। পার্কে আগত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন।

যাত্রা শুরুর পর থেকে হিল হোমস মূলত তাদের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট-এর মাধ্যমে সেবা দিয়ে আসছে। ঢাকা শহরের সেরা কিছু রেফারেল ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টার নিয়ে বিগত এক বছরের বেশি সময় ধরে তারা তাদের সেবা দিয়ে আসছে। তারা প্রায় পঁয়ত্রিশ শত পরিবারের ষোল হাজার এর বেশি টেস্ট সার্ভিস সম্পন্ন করেছে বিগত এক বছরে।

খুব সহজে সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে পাওয়া যাবে তাদের মোবাইল অ্যাপ। যেখানে যে কেউ তার ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। তার প্রয়োজনীয় সকল টেস্ট শহরের যে কোন প্রান্তে, পছন্দমত যেকোন ল্যাব থেকে বুক করে নিতে পারবে আর সাথে থাকছে প্রতিটি টেস্টে ৩০% পর্যন্ত কম খরচের সুবিধা । সেইসাথে অ্যাপেই পাওয়া যাবে মেডিকেল রেকর্ড আকারে সকল টেস্ট রিপোর্ট।

এছাড়া বাসা থেকে স্যাম্পল কালেকশনের সুবিধা তো আছেই। সুতরাং সুবিধা মত সময়ে এবং ল্যাবে যাওয়ার ঝামেলা এড়াতে বাসায় বসে করে নিতে পারবেন যাবতীয় টেস্ট। পেশেন্টের সুবিধার্থে থাকছে প্রয়োজন মত হেলথ প্যাকেজ তৈরী করে নেয়ার সুযোগ।