১৪ মণ ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হল ১ লাখ ৬৯ হাজার টাকায়। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার মন্না পাড়া মহল্লার সাবাব এগ্রো ফার্মের মালিক মেহেদী হাসান এই ডোনাল্ড ট্রাম্পের মালিক।
করোনা পরিস্থিতি না থাকলে ষাঁড়টির দাম আড়াই লাখ টাকা পাওয়া যেত বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্পের মালিক।
গণমাধ্যমকে মেহেদী হাসান বলেন, ১৪ মাস আগে শিবগঞ্জের তর্ত্তিপুর হাট থেকে ৫৯ হাজার টাকায় হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি কিনেন তিনি। পরে নাম দেন ডোনাল্ড ট্রাম্প।
ষাঁড়টি ঘাস, ভুট্টা ও ভুসি খেতে পছন্দ করায় তাকে তার চাহিদামত খাবার দেয়া হতো। কোরবানি উপলক্ষে ১ লাখ ৬৯ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে ষাঁড়টি বিক্রি করেছেন তিনি।