হলিউড অভিনেত্রী অ্যাঞ্জোলিনা জোলিসহ বেশ কয়েকজন অভিনেত্রী ইতিমধ্যে প্রযোজক হার্ভি উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অস্কার কমিটি থেকে বাদ দেয়া হয়েছে এই প্রভাবশালী পরিচালককে।
দি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেসের পর্ষদ সভায় দুই তৃতীয়াংশের বেশি ভোটে হার্ভি উইনস্টেইনে বহিষ্কারের ওই সিদ্ধান্ত হয়েছে।
৬৫ বছর বয়সী এই প্রভাবশালী প্রযোজক হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা উইনস্টেইনের কো-চেয়ারম্যান এবং মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা। দ্য কিংস স্পিচ, শেক্সপিয়র ইন লাভ, পাল্প ফিকশন, গ্যাংস অব নিউইয়র্ক, ম্যালেনার মত বহু নামকরা চলচ্চিত্রের প্রযোজনা করেছেন হার্ভি উইনস্টেইন। উইনস্টেইনের সিনেমা এ পর্যন্ত তিনশর বেশি অস্কার মনোনয়ন পেয়েছে, জিতেছে ৮১টি অস্কার। তবে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর উইনস্টেইনকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও বরখাস্ত হতে হয়েছে।
নিউইয়র্ক টাইমস ও দি নিউ ইয়র্কার চলতি মাসের শুরুতে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির দুটি প্রতিবেদন প্রকাশ করে, যা পুরো হলিউডকেই কাঁপিয়ে দেয়। চলচ্চিত্র অভিনেত্রী, ফ্যাশন মডেল, এমনকি প্রযোজনা সংস্থার কর্মীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হওয়ার বেশ কিছু ঘটনা উঠে আসে সেখানে। ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বহু তারকা অভিনেত্রীই এখন উইনস্টেইনের বিষয়ে মুখ খুলছেন। গিনেথ প্যালট্রো, অ্যাঞ্জেলিনা জোলি, অ্যাশলে জুডের মত তারকারাও বিভিন্ন সময়ে ওয়াইনস্টিনের যৌন অসদাচরণের শিকার হওয়ার কথা বলেছেন। অ্যাকাডেমি অব মোশন পিকচার এক বিবৃতিতে বলেছে, ওয়াইনস্টিনকে বহিষ্কারের সিদ্ধান্তের মধ্যে দিয়ে তারা এই বার্তা দিতে চায় যে, চলচ্চিত্র শিল্পে যৌন হয়রানির বিষয়ে চোখ বন্ধ রাখার দিন শেষ।
ওয়াইনস্টিন তার আচরণের কিছু বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করলেও দাবি করেছেন, যৌন সম্পর্কের বিষয়গুলো সম্মতির ভিত্তিতেই ঘটেছে, ধর্ষণ বা নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।
৬৫ বছর বয়সী এই প্রভাবশালী প্রযোজক হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা উইনস্টেইনের কো-চেয়ারম্যান এবং মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা। দ্য কিংস স্পিচ, শেক্সপিয়র ইন লাভ, পাল্প ফিকশন, গ্যাংস অব নিউইয়র্ক, ম্যালেনার মত বহু নামকরা চলচ্চিত্রের প্রযোজনা করেছেন হার্ভি উইনস্টেইন। উইনস্টেইনের সিনেমা এ পর্যন্ত তিনশর বেশি অস্কার মনোনয়ন পেয়েছে, জিতেছে ৮১টি অস্কার। তবে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর উইনস্টেইনকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও বরখাস্ত হতে হয়েছে।
নিউইয়র্ক টাইমস ও দি নিউ ইয়র্কার চলতি মাসের শুরুতে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির দুটি প্রতিবেদন প্রকাশ করে, যা পুরো হলিউডকেই কাঁপিয়ে দেয়। চলচ্চিত্র অভিনেত্রী, ফ্যাশন মডেল, এমনকি প্রযোজনা সংস্থার কর্মীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হওয়ার বেশ কিছু ঘটনা উঠে আসে সেখানে। ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বহু তারকা অভিনেত্রীই এখন উইনস্টেইনের বিষয়ে মুখ খুলছেন। গিনেথ প্যালট্রো, অ্যাঞ্জেলিনা জোলি, অ্যাশলে জুডের মত তারকারাও বিভিন্ন সময়ে ওয়াইনস্টিনের যৌন অসদাচরণের শিকার হওয়ার কথা বলেছেন। অ্যাকাডেমি অব মোশন পিকচার এক বিবৃতিতে বলেছে, ওয়াইনস্টিনকে বহিষ্কারের সিদ্ধান্তের মধ্যে দিয়ে তারা এই বার্তা দিতে চায় যে, চলচ্চিত্র শিল্পে যৌন হয়রানির বিষয়ে চোখ বন্ধ রাখার দিন শেষ।
ওয়াইনস্টিন তার আচরণের কিছু বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করলেও দাবি করেছেন, যৌন সম্পর্কের বিষয়গুলো সম্মতির ভিত্তিতেই ঘটেছে, ধর্ষণ বা নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।