বেগুনি ধানের পর এবার এলো কালো রঙের ধান। কালো জাতের বীজ রোপণ করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনাগ্রামের সেই আদর্শ কৃষক, যে বেগুনি রঙের ধান চাষ করে সবাইকে তাক লাগিয়েছিল।
আদর্শ এই কৃষক গত বছর অল্প জায়গায় পাঁচ জাতের কালো চালের ধান চাষ করেন। পরবর্তী সময়ে সেই ধান থেকে বীজ সংগ্রহ করে এ বছর আরও বেশি চাষ করেছেন। এ বছর তিনি সাত জাতের কালো চালের ধান চাষ করেছেন।
আদর্শ এই কৃষকের মতে, ‘অনেক দামি ও দুর্লভ এই চালের ধান রোপণ করে কৃষকেরাও অর্থনৈতিকভাবে প্রচুর লাভবান হতে পারবেন বলে।’
কালো চালের ‘ব্ল্যাক রাইস’ ধান চাষ অন্যান্য ধান চাষের মতোই। এতে কোনো অতিরিক্ত সার বা পানির প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না আলাদা কোনো পরিচর্যার।
আদর্শ এই কৃষকই দুই বছর আগে বেগুনি পাতার ধান চাষ করে সুনাম অর্জন করেন। এ বছর প্রায় দুই একর জমিতে বেগুনি পাতার ধানের সঙ্গে সাত রকমের কালো চালের ধান রোপণ করে সফলতা পেয়েছেন।
ধান কাটা শুরু হবে কয়েক দিন পরই। তিনি জানান কিছুদিন আগের শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলেও ফলন এখনো ভালো।
তিনি এ বছর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত ও চীনের কালো চালের ধান রোপণ করেছেন। এই ধান মাড়াইয়ের পর আবার লাগানো হবে কালো চালের ধান। বীজতলাতে ধীরে ধীরে বড় হচ্ছে ধানের চারা।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনাগ্রামের আদর্শ এই কৃষক একের পর এক নতুন নতুন ধান চাষ করছেন। এতে অন্যান্য কৃষকরাও উদ্ভূত হবে নতুন জাতের এই ধান চাষের জন্য। এতে করে লাভবান হওয়া যাবে।