২০১৯-২০ অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার। এর মধ্য দিয়ে দেশের মানুষের মাথাপিছু আয় ১৫৫ ডলার বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও মাথাপিছু আয়ের সাময়িক হিসাবে এই চিত্র উঠে এসেছে।
২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা ছিল ৮ দশমিক ২ শতাংশ। করোনাকালে প্রবৃদ্ধি অর্জিত হলো ৫ দশমিক ২৪ শতাংশ। তবে এই হিসাব অর্থবছরে প্রথম আট মাসের তথ্য নিয়ে পরবর্তী মাসগুলোর জন্য প্রাক্কলন করে চূড়ান্ত করা হয়েছে।
এর আগে, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৯০৯ ডলার। ২০১৭-১৮ অর্থবছরে ছিল ১ হাজার ৭৫১ ডলার। তার আগের ২০১৬-১৭ অর্থবছরে ছিল ১ হাজার ৬১০ ডলার।