আজ জম্নেছিলেন বলিউডের বাদশাহ


আজ জম্নেছিলেন বলিউডের বাদশাহ


১৯৬৫ সালের আজকের এই দিনে আজ এক বাদশাহ জন্মেছিলেন। মুকুট না থাকলেও বাদশাহ তিনি। একসময় ছিলো না কিছুই, সাধারণ একটি ছেলে, পকেটে মাত্র ১৫০০ রুপি নিয়ে মুম্বাই শহরে এসেছিল মানুষের মনে রাজত্ব করতে। তখনই ভেবে নিয়েছিলো, “একদিন এই শহরটা আমার হবে।”

আজ শুধু এই শহর না, পুরো বিশ্বটাই তার।

আজ ৫৭ বছরে পা দিলেন বলিউড বাদশাহ। যদিও বুধবার থেকেই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। সমুদ্রশহর আলিবাগে একে একে ভিড় জমাতে শুরু করেছেন সেলিব্রিটিরা। শুধু সেলিব্রিটিরা কেন সারা বিশ্বজুড়েই শাহরুখকে নিয়ে মেতে রয়েছেন তাঁর হাজারো ফ্যান।

আসুন বলিউড বাদশাহর জন্মদিনে জেনে নেই তার সম্পর্কে কি অজানা তথ্য;

১) শাহরুখ খান প্রথম সই করেন দিল আশনা হ্যায় সিনেমায়। যদিও এটি তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি নয়।

২) শাহরুখ খান জীবনে প্রথম ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস নামে এক অখ্যাত সিনেমায় অভিনয় করেন।

৩) নিজের অভিনীত দিব্যা ভারতীর বিপরীতে দিওয়ানা ছবিটি কখনও দেখেননি বলে শাহরুখ নিজেই জানিয়েছেন।

৪)রাহুল নামে সবচেয়ে বেশিরভাগ সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ। এর পরেই আছে রাজ।

আরও পড়ুনঃ পরিবারপিছু শিক্ষা খরচের বোঝা বাড়িয়েছে বেসরকারি প্রতিষ্ঠান: ইউনেসকো

৫) দিলওয়ালে সিনেমায় গেরুয়া গানের শুটিংয়ে শাহরুখ জলপ্রপাতের উপর থেকে পড়ে যেতে যেতে রক্ষা পান।

৬) শাহরুখের বিপরীতে সবচেয়ে বেশি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন জুহি চাওলা। একসময় শাহরুখের সাথে জুহির প্রেমের সম্পর্কের গুজবও শোনা যেত।

৭) বি-টাউনে নাম লেখানোর আগে ৩ টি সিরিয়ালে অভিনয় করেছিলেন শাহরুখ খান।

৮)  এক সময় গুজব রটে আব্রাম নাকি শাহরুখের নয়, বরং আরিয়ানের ছেলে। সেই গুজব দক্ষ হাতে সামলেছিলেন শাহরুখ খান। সে সময় জানিয়েছিলেন, এই ধরনের গুজবের ফলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর পরিবার।

৯) সেলেবদের মৃত্যু নিয়ে গুজব মাঝেমধ্যেই উঠে আসে শিরোনামে। শাহরুখও বাদ যাননি। কয়েক বছর আগে ইউরোপের এক মিডিয়ায় খবর রটে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শাহরুখের। কিং খান নিজে সে সময় জানিয়েছিলেন, ভারতের একটা বড় অংশের মানুষও সেই খবর প্রাথমিক ভাবে বিশ্বাস করতে শুরু করেছিলেন।