বিশ্ব পরিবেশ দিবসে শিশুকানন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ


বিশ্ব পরিবেশ দিবসে শিশুকানন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ


বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) পরিচালিত শিশুকানন প্রাক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃপটেটো চিপস কিভাবে এসেছে; জানেন?

‘ভূমি পুনরুদ্ধার, মরুময়তা রোধ ও খরা সহনশীলতা অর্জন’ প্রতিপাদ্যকে ধারণ করে গত ৫ জুন শিশুকানন প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ২৯ টি শাখায় আয়োজন করা হয় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি।

বিশ্ব পরিবেশ দিবসে শিশুকানন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

এসময় পরিশের ভারসাম্য রক্ষার্থে গাছের প্রয়োজনীয়তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত আলোকপাত করা হয়।

এ সম্পর্কে এমএসএস সোশ্যাল সার্ভিস প্রোগ্রামের কর্মকর্তা নাজমুল হুদা বলেন, “শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের এ বৃক্ষরোপন কর্মসূচি শিক্ষারই অংশ। পরিশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের উপলব্ধি করানোর চেষ্টা করেছি। পরিবেশ ও বাস্ততন্ত্রের পুনরুদ্ধারের জন্য আমাদের সবারই বেশি করে গাছ লাগানো উচিত।”