পাকা চুল তোলা বা কালো রং করা ইসলাম ধর্মে নিষেধ। এর মাধ্যমে বয়স লুকানো চেষ্টা করা হয় যা প্রতারণার শামিল। তাছাড়া স্বাভাবিক বিষয়কে কৃত্রিম উপায়ে পরিবর্তন করলে নানা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বাড়ে।
জীবনযাপনে কল্যাণকর ও ক্ষতিকর বিষয় নিয়ে সর্বশ্রেষ্ঠ নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পালন করা নিয়ম বা নির্দেশনাগুলো হাদিস হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।
ইসলামে কল্যাণকর বিষয়কে যেমন সওয়াবের হিসেবে উল্লেখ করা হয় তেমনি অকল্যাণকর বিষয় পাপ হিসেবে বিবেচিত হয়।
পাকা চুল বা দাড়ি তোলা বা অন্য রংয়ে রাঙানো বিষয়ে হাদিস:
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
لَا تنتفوا الشَّيْبَ فَإِنَّه” نُوْرٌ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ شَابَّ شَيْبَةَ فِى الْإِسْلَامِ كُتِبَ لَه بِهَا حَسَنَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيْئَةٌ وَرُفَعَ لَه بِهَا دَرَجَةٌ
‘তোমরা সাদা চুল উপড়ে ফেলো না। কেননা সেগুলো কেয়ামতের দিন আলো হবে। আর যে মুসলিম ব্যক্তির চুল (বার্ধক্যজনিত কারণে) সাদা হয় তার প্রতিটি সাদা চুলের বিনিময়ে ১টি করে সাওয়াব তার ‘আমলনামায় লেখা হয় এবং ১টি করে গুনাহ মাফ করা হয় এবং ১টি করে মর্যাদা বৃদ্ধি করা হয়।’ (ইবনু হিব্বান)
হাদিসের আলোকে বোঝা যায়, পাকা চুলের বিনিময়ে গুনাহ মাফ হয়। মর্যাদা বৃদ্ধি পায়। সওয়াব পাওয়া যায়। সাদা চুল হবে পরকালের জ্যোতি।