চীনে ১৯৮০ থেকে ২০১৫ পর্যন্ত বলবৎ ছিলো ‘এক সন্তান নীতি’। পরে অধিকাংশ নাগরিকের বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি উঠে আসার পরে ‘তিন সন্তান নীতি’ চালু করা হয়। ভালো ফল না পাওয়ায় এবার অধিক সন্তান নেয়ার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে চীন সরকার।
সম্প্রতি, কমিউনিস্ট পার্টি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শি জানান, জন্মহার বাড়াতে একাধিক নীতি গঠন করা হবে।
কারণ বিশ্বে জনসংখ্যার নিরিখে শীর্ষে থাকলেও ১৪০ কোটির দেশ চীনে এ বছর জন্মহারে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
আরও পড়ুনঃ সবচেয়ে খারাপ দিন সোমবার!
এছাড়া দেশের নাগরিকদের সিংহভাগ বার্ধক্যের দিকে এগোনোর ফলে দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা।
এমন পরিস্থিতিতে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি হিসেবে দেশের নাম টিকিয়ে রাখা বেশ মুশকিল হয়ে দাঁড়াতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন চীনের অর্থনীতিবিদরা।
আর তাই এবার জন্মহার বাড়াতে প্রশাসনিক স্তরে একাধিক নীতি গঠন এবং প্রণয়নে সবুজ সংকেত দেয়া হয়েছে বলে জানালেন প্রেসিডেন্ট শি জিনপিং।