অনন্ত জলিলের টাকা ফেরত দিবেন হিরো আলম!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


সম্প্রতি হিরো আলমকে নিয়ে ছবি বানানোর ঘোষণা দিয়েছিলেন ঢালিউড প্রযোজক-অভিনেতা অনন্ত জলিল।

কিন্ত আজ (বৃহস্পতিবার) সেই প্রস্তাব নিজেই আবার তুলে নিয়েছেন অনন্ত জলিল। আর তাই ছবিতে নিজেকে অন্তর্ভুক্ত করার অনুরোধ না জানিয়ে বরং অনন্ত জলিলের থেকে ছবির জন্য নেয়া টাকা ফেরত দেয়ার কথা জানিয়ে দিলেন হিরো আলম।

আজ  নিজের আইডি থেকে ফেইসবুকে লাইভে এসে হিরো আলম জানান, অনন্ত জলিল তাকে ব্যবহার করেছেন।

তিনি বলেন, কারো সহযোগিতায় আমি হিরো আলম হইনি। আমি কিন্তু কখনো অনন্ত জলিল ভাইকে ফোন দেইনি। তিনিই আমাকে ফোন দিয়েছেন। আমাকে আপনার সিনেমা থেকে বাদ দিয়েছেন কোন দুঃখ নাই। তবে আপনাকে একটা কথা আমি বলতে চাই, হিরো আলমকে সবাই ব্যবহার করে। আমার মনে হয় অনন্ত জলিল ভাইও আমাকে ব্যবহার করেছেন।

এদিকে এর আগে অনন্ত জলিল তার ফেইসবুকে জানান, আমি হিরো আলমকে নিয়ে কোন সিনেমা বানাবো না। একই সাথে সাইনিং মানির ৫০ হাজার টাকাও ফেরত নিবো না।

তাকে নিয়ে ছবি করার ব্যপারে আমার প্রথমে আগ্রহ থাকলেও বেশিরভাগ বিনোদন সাংবাদিক এবং চলচ্চিত্র পরিবারের গুণীজনরা আমাকে এটা থেকে বিরত থাকতে বলেছেন। এছাড়া সম্প্রতি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে।