অভিনেতার মৃত্যুর পর এবার আরও একজনের প্রয়াণ


সুশান্ত আত্মহত্যার আগে ‘যন্ত্রণাহীন মৃত্যু’ লিখে গুগলে সার্চ করেন, #SushantSinghRajput
বলিউডের প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরদিনই এবার এসেছে আরও একটি হৃদয়বিদারক খবর। সুশান্তের আত্মহত্যার পরদিনই মৃত্যু হয় তাঁর বউদি সুধা দেবীর।

জানা গেছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর শুনে খাওয়াদাওয়া কার্যত ছেড়ে দেন প্রয়াত অভিনেতার বউদি। এরপরই ১৫ জুন মৃত্যু হয় অসুস্থ সুধা দেবীর। তবে বেশ কয়েকদিন থেকেই সুধা দেবী অসুস্থ ছিলেন।

জানা যাচ্ছে, সুশান্ত সিং রাজপুতের তুতো দাদা অম্বরেন্দ্র রাজপুতের স্ত্রী সুধা দেবী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন, অভিনেতার আত্মহত্যার খবর প্রকাশ্যে আসাতেই তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ১৪ জুন বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। অভিনোতার মৃতদেহ দেখে প্রথম পুলিশে খবর দেন তাঁর পরিচারক।

এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে এই অভিনেতার মৃতদেহ। সুশান্তের মরদেহ এরপর বান্দ্রার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্তের পর পবন হংস শ্মশানে করা হয় সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য।