কলকাতার সড়কে মঙ্গলবার রাতে টপলেস অবস্থায় ঘুরতে দেখা যায় এক তরুণীকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , বেসামাল অবস্থায় তরুণী বেশ কয়েকজন পুলিশকর্মীকে গালিগালাজ করেন। নেশাগ্রস্ত ছিলেন ওই তরুণী।
তাকে থামাতে গেলে পুলিশকর্মীদের মারধরও করেন। এ ভাবেই চলে ঘণ্টাখানেক। অবশেষে মহিলা পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে হেফাজতে নেন।
জানা গিয়েছে, অই তরুণীর বাড়ি পদ্মপুকুরে। ২০১০ সালে তাঁর বাবা মারা যান । তারপর থেকে মা ও ভাইয়ের সঙ্গেই থাকেন।
মঙ্গলবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে কলকাতা ময়দানে বসে মদ্যপান করেন। তারপর সেই সঙ্গীর কাছেই ব্যাগ রেখে নেশাগ্রস্ত অবস্থায় রেড রোডে হাটতে থাকেন । সেই সময়ই পথচারীরা তাঁকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।