অল্পের জন্য গুপ্তঘাতকের হাত থেকে রক্ষা পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হত্যাচেষ্টার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে।
এ বিষয়ে সংবাদমাধ্যম ইউরো উইকলি নিউজ জানিয়েছে, বুধবার (১৪ সেপ্টেম্বর) জেনারেল জিভিআর টেলিগ্রামের মাধ্যমে প্রথম এ তথ্য বাইরে আসে। তবে ঠিক কখন তাকে হত্যাচেষ্টা করা হয়, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। পুতিনের লিমোজিন গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় তার গাড়ির বাম চাকায় বিস্ফোরণ ঘটে। তাতে গাড়ি থমকে যায়। তবে দ্রুতই গাড়িটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
আরও পড়ুনঃ জেলেনস্কির গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ
অবশ্য সরকারিভাবে এ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি মস্কো। তবে ওই ঘটনার পরই পুতিনের দেহরক্ষী দলের প্রধানসহ পুতিনের নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মীকে বহিষ্কার করা হয়।
তবে পুতিনকে খুনের চেষ্টা এই প্রথম নয়। ২০১৭ সালে নিজেই এ নিয়ে মুখ খোলেন রুশ প্রেসিডেন্ট। জানান, কমপক্ষে ৫বার হত্যার চেষ্টা করা হয়েছে তাকে। প্রত্যেকবারই অল্পের জন্য প্রাণরক্ষা করে ফিরেছেন তিনি।