অস্কারে চড় কান্ড; ক্ষোভ কমেনি ক্রিস রকের


অস্কারে চড় কান্ড; ক্ষোভ কমেনি ক্রিস রকের
HOLLYWOOD, CALIFORNIA - MARCH 27: Will Smith appears to slap Chris Rock onstage during the 94th Annual Academy Awards at Dolby Theatre on March 27, 2022 in Hollywood, California. (Photo by Neilson Barnard/Getty Images)

গত মার্চে স্ত্রীকে নিয়ে ঠাট্টা করায় অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মেরেছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। নাটকীয় এ ঘটনার পর কেটে গেছে অনেকটা সময়। ক্রিসের কাছে ক্ষমাও চেয়েছেন এ অভিনেতা। অবে এতে এই কমেডিয়ানের ক্ষোভ মোটেই কমেনি।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লিভারপুলে এক শো চলার সময় ওই ঘটনা নিয়ে মন্তব্য করেন ক্রিস।

এই শোর সহ শিল্পী ডেভ চ্যাপেল একপর্যায়ে ক্রিসকে জিজ্ঞেস করেন, ওই বাজে ঘটনায় (অস্কারে চড় কাণ্ড) আঘাত পেয়েছিলেন কি না?

উত্তরে ক্রিস বলেন, ‘ঠিক…যে কৌতুক করা নিয়ে আমাকে আঘাত করে, যা ছিল আমার বলা সবচেয়ে সুন্দর কৌতুক।’

এর আগে গত জুলাইতে এক ভিডিও বার্তায় ক্রিসের কাছে ক্ষমা চান উইল স্মিথ। ইউটিউবে পোস্ট করা ভিডিওতে এ অভিনেতা বলেন, ‘আমি গভীরভাবে অনুতপ্ত। ওই সময় আমার ওই আচরণ করার কোনো কারণই ছিল না। তবে যেহেতু মানুষ, আমি ভুল করেছি। ক্রিস, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার আচরণ ছিল অগ্রহণযোগ্য। তুমি যখনই চাইবে, আমি তোমার সঙ্গে কথা বলতে প্রস্তুত।’