অ্যানড্রয়েড ১১-এর উন্মোচনের তারিখ ফাঁস


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


আগামী ৮ সেপ্টেম্বর অ্যানড্রয়েড ১১  অপারেটিং সিস্টেমটি উন্মোচন করা হচ্ছে।

অ্যানড্রয়েড পুলিশ জানায়, হেই গুগল শিরোনামে প্রতিষ্ঠানটির ‘স্মার্ট হোম সামিট’ চলার সময় স্লাইড শো চলছিল, হঠাৎ করেই সেখানে একটি স্লাইড চলে আসে।

স্লাইডটির টাইটেলে লেখা ছিল ‘চেকলিস্ট ফর সেপ্টেম্বর ৮ অ্যানড্রয়েড ১১ লঞ্চ’।

তারিখটি বিশেষভাবে উল্লেখ করা ছিল স্লাইডটির উপরের ডান দিকে। আবার গুগলের মিশেল টার্নার নতুন সংস্করণের পাওয়ার মেন্যু সম্পর্কে আলোচনার সময় বলেন, সেপ্টেম্বরের ৮ তারিখে আমরা এটি উন্মোচন করতে যাচ্ছি।

কয়েক দিন আগেই গুগল তাদের অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের দ্বিতীয় বেটা সংস্করণ উন্মোচন করেছে। মূলত এতে থাকা বিভিন্ন ত্রুটি শনাক্ত করে সেগুলো ফিক্স বা ত্রুটি সারাতে কাজ করছে গুগল।

এই সংস্করণে নতুন কিছু ফিচার থাকছে। যেমন নোটিফিকেশনকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে।