জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আইসোলেশন সেন্টারে ছিলেন দুইজন। দুইজনই করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ছিলেন।
আইসোলেশন ইউনিটে দ্বিতীয় তলায় ভর্তি থাকা এক তরুণী তৃতীয় তলার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন।
জানা যায়, অনেকবার নিষেধ করার পরও আইসোলেশনে থাকা ওই তরুণ ও তরুণী তাদের নিজ নিজ তলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলতেন কয়েকদিন।
এরপরই দু’জন বুঝতে পারেন মনের মানুষ তারা খুঁজে পেয়েছেন ভাইরাসের সঙ্গে যুদ্ধযুদ্ধ করতে-করতেই। এরপর দুজন সুস্থ হলে তাদের ছেড়ে দেওয়া হলে দু’জনেই ঠিক করেন আর দেরি নয়, এবার সেরে ফেলতে হবে বিয়ে।
সেই মোতাবেক তারা ঘরোয়াভাবে বিয়েও করেছেন বলে জানা গেছে। জীবনযুদ্ধে গিয়ে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে পারার জন্যে খুশি দু’জনেই।