দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে টানা চতুর্থবারের মতো বিজয়ী করার আহ্বান জানিয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কা সরকারে এলেই দেশের উন্নতি হয়, মানুষ ভালো থাকে।
আজ মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন হেলিপ্যাড মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
এ বছরের শেষে বা আগামী বছরে শুরুতে নির্বাচন হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সেই নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনাদের কাছে এই আবেদন জানাই।’
আওয়ামী লীগ সভাপতি এ সময় উপস্থিত নেতা-কর্মী ও জনতাকে উদ্দেশ করে বলেন, দুই হাত তুলে ওয়াদা করুন আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। এ সময় উপস্থিত জনতা দুই হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষ খেয়েপরে ভালো থাকে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়। অন্তত ১৪ বছরে আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছে, বাংলাদেশ উন্নয়নের রোলমডেল। বাংলাদেশ এগিয়ে যাবে।
মঞ্চে উপস্থিত রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিককে দেখিয়ে শেখ হাসিনা বলেন, ‘গত নির্বাচনে রাষ্ট্রপতির ছেলেকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতেও একমাত্র নৌকা মার্কা সরকারে এলে আপনাদের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। এই হাওর অঞ্চলের উন্নয়নে যে সার্বিক কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি, সেগুলো বাস্তবায়িত হবে।’
শেখ হাসিনা বলেন, ‘নৌকা এটা আমাদের প্রতীক। নদীমাতৃক বাংলাদেশ, এই নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে কিশোরগঞ্জ অবহেলিত নেই। আজকে উন্নত একটি জেলায় উন্নীত হয়েছে। প্রতিটি উপজেলা উন্নত হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই নৌকায় ভোট দিয়েছে বলেই এ দেশের মানুষ শিক্ষার সুযোগ পাচ্ছে, স্বাস্থ্যসেবা পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ করেছি। সেই সুযোগটা সকলে পাচ্ছে। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। তাই আপনাদের পাশে আমরা সব সময় আছি।’
আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিএনপিসহ অন্য সরকারগুলোর কাজের তুলনা করে শেখ হাসিনা বলেন, ‘লুটপাট, অর্থ পাচার, জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস, মানুষ হত্যা আর আওয়ামী লীগের নেতা-কর্মীর ওপর অকথ্য নির্যাতন তারা চালায়। মানুষের ওপর অত্যাচার আর মানুষকে শোষণ করা ছাড়া আর কিছু তারা দিতে পারে নাই, পারবেও না। তার কারণ হচ্ছে, যাদের হাতে এই দলটি সৃষ্টি, তারা কখনো জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যায় না।
‘অবৈধভাবে, সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় আসে, যে ক্ষমতা উচ্চ আদালত বলেছেন অবৈধ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে তৈরি সংগঠন; এরা তো জনগণের কথা চিন্তা করে না। এরা বাংলাদেশের কথাই চিন্তা করে না। এরা আসে লুটপাট করে নিতে। তাই যখনই এরা ক্ষমতায় এসেছে, এ দেশের মানুষের সম্পদ লুট করেছে, বিদেশে পাচার করে এখন আরাম আয়েশে দিন কাটায়।’
অবাধ পানি প্রবাহের জন্য হাওরের সব সড়ক এলিভেটেড হবে বলে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ ও মাছের চলাচল যেন বাধাগ্রস্ত না হয় এবং নৌকাসহ মানুষের যোগাযোগব্যবস্থা যেন ব্যাহত না হয়, সে জন্য সকল সড়ক এলিভেটেড করা হবে।’
আরও পড়ুন :
“আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার”
এর আগে বেলা ১১টার দিকে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে মিঠামইনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথমে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন। পরে দুপুরে খাবার খেতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসভবনে যান। সেখানে রাষ্ট্রপতি, তাঁর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে সুধী সমাবেশে যোগ দিতে বেলা ২টা ৫০ মিনিটের দিকে মিঠামইন হেলিপ্যাড মাঠে যান শেখ হাসিনা।
এদিকে সুধী সমাবেশে যোগ দিতে মঙ্গলবার ভোর থেকে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, করিমগঞ্জ, নিকলী, বাজিতপুরসহ কিশোরগঞ্জের অধিকাংশ উপজেলার নেতা-কর্মীরা সড়কপথে, বাস, পিক-আপ, মাইক্রোবাস, অটোরিকশা ও নৌপথে নৌকা, ট্রলার এবং লঞ্চযোগে সুধী সমাবেশে যোগ দেন।