জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবদাহের তীব্রতা এত বাড়বে যে আগামী কয়েক দশকের মধ্যে বিশ্বের কিছু অঞ্চলে বসবাসের অনুপোযোগী হয়ে উঠবে। একটি যৌথ গবেষণা প্রতিবেদনে জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থার রেডক্রস এমনটাই তুলে ধরেছে।
প্রতিবেদনে সংস্থা দুটি বলছে, মানুষের তাপমাত্রা সহ্যের একটি মানসিক ও সামাজিক সীমা আছে। আফ্রিকার সাহেল অঞ্চল, হর্ন অব আফ্রিকার দেশগুলো, দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম এশিয়ায় দাবদাহ এতটা বাড়বে যে মানুষের পক্ষে তা সহ্য করা কঠিন হয়ে যাবে।
এদিকে আগামী মাসে মিসরে জাতিসংঘের কপ–২৭ জলবায়ু সম্মেলন শুরু হতে যাচ্ছে। এই সম্মেলনের আগে প্রকাশিত এ প্রতিবদেন নিয়ে রেডক্রসের মহাপরিচালক জগান চাপাগাইন বলেছেন, আমরা এটা নিয়ে কোনো নাটকীয়তা করতে চাই না। কিন্তু তথ্য–উপাত্তে এটা স্পষ্ট দেখা যাচ্ছে, এটা আমাদের একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত করছে।
আরও পড়ুনঃ ওপেকের সিদ্ধান্তে খেপেছে বাইডেন প্রশাসন
জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে দাবদাহের কারণে বিপর্যয় দেখা দিচ্ছে। আগামী দিনগুলোয় প্রাকৃতিক এসব বিপর্যয় আরও ভয়াবহ, ঘন ঘন ও তীব্রতর হবে। ভবিষ্যতে দাবদাহ–সম্পর্কিত মানবিক জরুরি পরিস্থিতি সৃষ্টি হওয়ারই পূর্বাভাস দিচ্ছে এসব বিপর্যয়।
এ প্রতিবেদনে দাবদাহ–সম্পর্কিত এসব প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় ও ঝুঁকি কমানোর জন্য জরুরি ভিত্তিতে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।