দেশে করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৬০৭ জনে। এ দিন ৩৭ জনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৮২।
আগের দিন মঙ্গলবারে ব্রিফিংয়ে জানানো হয়েছিল, ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ৪৩ জন। শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৪১২ জন। সে তুলনায় বুধবার মৃত্যু কমেছে। কিন্তু বেড়েছে আক্রান্তের সংখ্যা।
বুধবার (২৪ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের (১৬ জুন)। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের (১৭ জুন)।
স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৬৯ হাজার ২২৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫০ লাখ ৬০ হাজার ৬০০ জন। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর তথ্যানুযায়ী।