মহামারী করোনাভাইরাসের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তাদের কর্মীদের জানিয়ে দিয়েছে, তারা চাইলে এখন থেকে ‘আজীবন’ বাড়ি থেকে কাজ করতে পারবেন।
মূলত লক-ডাউনের সময় টুইটার কর্মীদের জন্য বাড়ি থেকে কাজ করার যে ব্যবস্থা চালু করেছিল, সেটি যথাযথ ভাবে কার্যকর হওয়ায় কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সঙ্গে কোম্পানি এটিও জানিয়েছে, লক-ডাউন উঠে যাওয়ার পর যখন অফিস আবারো খোলা হবে।
তখন চাইলে কর্মীরা অফিসেও আসতে পারবেন। বাড়ি থেকে কাজ করার ঘোষণায় টুইটার জানিয়েছে গত কয়েকমাসে এটা প্রমাণিত হয়েছে যে, আমরা বাড়ি থেকে কাজ করতে পারছি।
সুতরাং আমাদের কর্মীরা যদি বাড়ি থেকে কাজ করার মতো দায়িত্ব ও পরিস্থিতিতে থাকে এবং তারা যদি বাড়িতে বসেই আজীবন কাজ করতে চায়, আমরা সেই ব্যবস্থা করবো।
যেসব কর্মীরা অফিসে আসতে আগ্রহী, টুইটার তাদের সেই ইচ্ছাকেও স্বাগত জানাবে। তবে সেক্ষেত্রে কিছু অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বজুড়ে সানফ্রানসিসকো ভিত্তিক এই কোম্পানির চার হাজারের বেশি কর্মী রয়েছে। গত মার্চ মাস থেকেই এই কোম্পানিটি কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দিচ্ছে।