আজ ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে।
প্রতিবারের মত এবারো প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উত্তোলন করে ভাষণ দিচ্ছেন। তবে আমন্ত্রিত অতিথির সংখ্যা সীমিত করা হয়েছে। লালকেল্লায় প্রবেশে মাস্ক বাধ্যতামূলক। একটি আসন থেকে আরেকটি আসনের দূরত্ব থাকবে দুই গজ।
ভারতীয় সেনা বাহিনীর ২২ জন গার্ড অফ অনারে অংশ নেবেন। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাদাখে নিহত ২০ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। মে-জুন মাসে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে প্রথম সারিতে থাকায় স্বাধীনতা দিবসে সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছেন ভারত-তিব্বত সীমান্ত পুলিশের ২১ জন কর্মী।