এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি খ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর।
রবিবার সকালে বান্দ্রার ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে সুশান্তের দেহ। সুশান্তের বাড়ির পরিচারক পুলিশকে খবর দেন। কোন সময় এই ঘটনা ঘটেছে সেই নিয়ে এখন কোনও তথ্য মেলেনি।
সুশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অক্ষয় কুমার, অজয় দেবগণের মতো তারকারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অক্ষয় লিখেছেন, ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দান করুন,” ।
অজয় দেবগণ লিখেছেন, “কী অভাবনীয় ক্ষতি,”।
রীতেশ দেশমুখ লিখেছেন “কথা বলতে পারছি না, হতবাক।”
Honestly this news has left me shocked and speechless…I remember watching #SushantSinghRajput in Chhichhore and telling my friend Sajid, its producer how much I’d enjoyed the film and wish I’d been a part of it. Such a talented actor…may God give strength to his family 🙏🏻
— Akshay Kumar (@akshaykumar) June 14, 2020
The news of Sushant Singh Rajput’s death is truly sad. What a tragic loss🙏 Deepest condolences to his family & loved ones. May his soul find eternal peace.
— Ajay Devgn (@ajaydevgn) June 14, 2020
এর আগে সোমবারই সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্য মৃত্যুর খবর সামনে এসেছিল। প্রাথমিক তদন্তে দিশাও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর খবরে শুনে মঙ্গলবার সুশান্ত সিং রাজপুত ইনস্টাগ্রামে লেখেন ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা খবর। দিশার পরিবার ও বন্ধুদের প্রতি জানাই গভীর সমবেদনা। তোমার আত্মার শান্তি কামনা করি’। এর চারদিনের মাথায় নিজেই আত্মহনেনে পথ কেন বাছলেন সুশান্ত? উত্তর মিলছে না।