রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর পরই কোন আনুষ্ঠানিকতা ছাড়াই সিংহাসনের অধিকারী হয়েছেন চার্লস। তিনি পরিচিত হবেন রাজা তৃতীয় চার্লস নামে।
পদবী পরিবর্তন কেবলমাত্র তার একার ক্ষেত্রেই ঘটছে না।
সিংহাসনের উত্তরাধিকারী হলেও প্রিন্স উইলিয়াম প্রিন্স অব ওয়েলস হবেন না। তিনি উত্তরাধিকার সূত্রে অবশ্য তার বাবার অন্য আরেকটি পদবী – ডিউক অব কর্নওয়াল – পেয়ে গেছেন। তার স্ত্রী ক্যাথরিন পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল হিসেবে।
চার্লসের স্ত্রীর জন্যও নতুন পদবী আসবে। তার পূর্ণাঙ্গ পদবী হলো কুইন কনসর্ট। কনসর্ট শব্দটি রাজা বা রানির স্ত্রী অথবা স্বামীর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
মায়ের মৃত্যুর প্রথম ২৪ ঘণ্টা বা কমবেশি কিছু সময়ের মধ্যে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে চার্লস আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষিত হবেন।
আরও পড়ুনঃ রানি এলিজাবেথের মৃত্যু; ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ
এটি ঘটবে অ্যাকসেশন কাউন্সিল নামে এ ধরনের আনুষ্ঠানিকতার যে সংঘ রয়েছে, তাদের সামনে । এই সংঘে রয়েছে প্রিভি কাউন্সিলের সদস্যরা – যাদের মধ্যে আছেন একদল সাবেক ও বর্তমান জেষ্ঠ পার্লামেন্ট সদস্য এবং রাজকীয় সম্ভ্রান্ত ব্যক্তি – এবং আরও কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তা, কমনওয়েলথ হাই কমিশনারগন এবং লন্ডনের লর্ড মেয়র। আনুষ্ঠানিকতার চুড়ান্ত পর্বে তিনি চার্লসের মাথায় সেন্ট এডওয়ার্ড মুকুট স্থাপন করবেন। এটি খাঁটি স্বর্ণের তৈরি, যা ১৬৬১ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
সাতশো’র বেশি ব্যক্তি এই আনুষ্ঠানিকতায় যোগ দিতে যোগ্য, কিন্তু এবার স্বল্প সময়ের নোটিশে প্রকৃত সংখ্যা অনেক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯৫২ সালে সর্বশেষ অ্যাকসেশন কাউন্সিলে দুশো’র মতো ব্যক্তি যোগ দিয়েছিলেন।