আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলায় বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে বেসামরিক নাগরিক ও তালেবান সদস্যসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার স্থানীয় সরকারি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলী আহমাদ ফকির ইয়ার বলেছেন, নিহতদের মধ্যে অন্তত আটজন বেসামরিক নাগরিক রয়েছেন।

তিনি বলেন, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছেন।

তবে নিহত বাকি ৩৭ জনের মধ্যে কতজন বেসামরিক নাগরিক রয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে।আফগানিস্তানে মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি।

হেরাতের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, ছয় তালেবান নেতাকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। বেসামরিক নাগরিকেরা কাছাকাছি একটি ল্যান্ড মাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা