যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে গড়ে প্রতিদিন ৫০টিরও বেশি নিরাপত্তা বিষয়ক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তুলেছে আফগানিস্তান সরকার।
আফগান সরকাররে দেওয়া তথ্যমতে, ওই শান্তি চুক্তি হওয়ার পরে থেকে এ পর্যন্ত অন্তত গড়ে দৈনিক ৫০ বার আক্রমণের শিকার হয়েছে দেশটি।
গত জুনের শেষ পর্যন্ত নেওয়া হিসেবে এমন তথ্য দিয়েছে আফগান সরকার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের সহিংসতা কমিয়ে আনতে তালেবান ও মার্কিনদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
জাতীয় নিরাপত্তা কাউন্সিল (ওএনএসসি) বলছে, দেশটিতে গত বছরের তুলনায় অন্তত ৩৪ শতাংশ সহিংসতা বৃদ্ধি পেয়েছে। দোহার সেই চুক্তির পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিজেদের মধ্যে কোন আলোচনা হয়নি। আর অন্যদিকে দিনে দিনে বেড়েই চলছে সহিংসতা।