সাড়া জাগানো সিনেমা ‘আয়নাবাজি’ আসছে নতুন আঙ্গিকে। ওয়েব সিরিজ আকারে আসছে আলোড়ন সৃষ্টি করা এ সিনেমা।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও প্রযোজক জিয়াউদ্দিন আদিল।
এক ফেসবুকবার্তায় অমিতাভ রেজা জানান, আবার আয়নাবাজি। আবার আয়না, হৃদি এবং ক্রাইম রিপোর্টার সাবের। সাড়ে তিন বছর পর আবার একসঙ্গে হয়েছি আমরা, নিজ নিজ ঘরে বসে। বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত রাজমারির এই কালে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, থমথমে। এর মধ্যেই আমাদের এই এক হওয়াটা হয়তো একটু সুবাতাস। সবাই মিলে ভালো থাকার সামান্য চেষ্টা। ঘরবন্দী থেকেও সবাই সবার পাশে থাকা। সীমিত সামর্থ্যগুলো পাশাপাশি জোড়া লাগালেই আমরা হয়তো একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যেতে পারব। আমাদের আয়নাগুলো সচেতনতার আয়না হয়ে উঠুক। সাড়ে তিন বছর পর আয়নাবাজির এই পুনর্মিলনীর জন্য চঞ্চল চৌধুরী, নাবিলা ও পার্থ বড়ুয়াকে অনেক অনেক ধন্যবাদ।’
এদিকে প্রযোজক জিয়াউদ্দিন আদিল জানান, চলমান পরিস্থিতির কথা বিবেচনা করেই এই উদ্যোগ। এর সঙ্গে রয়েছে এনজিও ব্র্যাক। মূলত, ‘আয়নাবাজি’র তিনটি প্রধান চরিত্রকে নিয়ে মানুষকে সচেতন ও সাহস জোগানোর পরিকল্পনা থেকে এই ওয়েব সিরিজটি তৈরির উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা।