৪০ শতাংশ আমেরিকানদের বিশ্বাস করোনার প্রকোপ শেষ


USA Family selfie during Coronavirus emergency #paperslife


বিশ্বব্যাপী করোনার প্রকোপ চলছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মহামারী এখনো সংক্রমণের চূড়ায় পৌঁছেনি। এরই মধ্যে নতুন এক সমীক্ষা বলছে, যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ মানুষেরই বিশ্বাস, করোনা মহামারীর খারাপ সময়টা তারা পার করেছেন।

পিউ রিসার্চ সেন্টার মধ্য জুনে (১৬ থেকে ২২ জুন) একটি সমীক্ষা পরিচালনা করে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশ আমেরিকান বলছে, করোনাভাইরাস নিয়ে সংকট শেষ হয়েছে। যদিও ৫৯ শতাংশ বলছে, মহামারীর খারাপ সময়টা এখনো সামনে।

অথচ দুই মাস আগেও পিউর আরেকটি সমীক্ষায় ৭৩ শতাংশ আমেরিকান বলছিল, মহামারীর খারাপ সময়টা সামনে।

দুদিন আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ও করোনাভাইরাস বিষয়ক হোয়াইট হাউসের টাস্কফোর্সের অন্যতম বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফউসি বলছিলেন, যুক্তরাষ্ট্রে শতভাগ হার্ড ইমিউনিটি হবে না, কেননা এখানকার মানুষদের এক-তৃতীয়াংশ ভ্যাকসিন নিতে অনীহা দেখাবে। তার কথার খানিকটা প্রতিধ্বনি শোনা গেল এই সমীক্ষায়।

যুক্তরাষ্ট্রজুড়ে কভিড-১৯ মহামারীর বর্তমান পরিস্থিতি নিয়ে ৪ হাজার ৭০৮ জন প্রাপ্তবয়স্ক মানুষের মতামত নেয় পিউ। তাতে দেখা যায়, ৪০ শতাংশই মহামারী পেছনে ফেলে এসেছে বলে জানায়।

এদিকে জাতীয় ও আন্তর্জাতিক চিত্র এই সমীক্ষার ফলকে মোটেও সমর্থন করছে না। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, বুধবার পর্যন্ত সারা বিশ্বে ১ কোটি ৪ লাখ ৮৫ হাজার মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে, এর মধ্যে মারা গেছে ৫ লাখেরও বেশি।

উল্লেখ্য, বিশ্বে মোট সংক্রমিত মানুষের এক-চতুর্থাংশেরও বেশি যুক্তরাষ্ট্রে! দেশটিতে বুধবার পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১ লাখ ২৭ হাজারেরও বেশি, আক্রান্ত ২৬ লাখ ৩৬ হাজার।